লন্ডন, ০৭ জুন- ব্রিটেনে এখন গ্রীষ্মকালে দিনের ব্যাপ্তি বেশি। তাই সেখানে বসবাসরত মুসলমানরা গত ৩৩ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ রমজানের দিন অতিবাহিত করছেন। এবার প্রতিদিনই দীর্ঘ সময় ধরে রোজা পালন করতে হবে।
ব্রিটেনের মুসলমানদের জন্য এ সময় প্রতিদিন সেহেরি থেকে ইফতার পর্যন্ত ১৯ ঘণ্টা। এ বছর জুন মাসের ৬ তারিখ থেকে জুলাই মাসের ৫ তারিখ পর্যন্ত ব্রিটেনে রমজান পালিত হবে।
গরমের দিনে দীর্ঘ সময় ধরে কোনো পানাহার না করলে শরীরে পানির ঘাটতি তৈরি হতে পারে। ব্রিটেনের মুসলিম কাউন্সিল বলেছে, এতো লম্বা সময় ধরে রোজা পালনের ক্ষেত্রে রোজাদারদের কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। সেহেরির আগে এবং ইফতারের পরে প্রচুর পানি পান করার পরামর্শ দেয়া হচ্ছে।
লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান এক টুইটার বার্তায় বলেছেন, এবারের রমজান ‘সহজ হবে না’। দিনের দীর্ঘ সময় ধরে রোজা পালনের কারণে সাদিক খান কফি পানের অভাব অনুভব করবেন বলেও উল্লেখ করেন। ব্রিটেনের মতো পৃথিবীর অনেক দেশেই এবারে রমজান পালনের দিন বেশ দীর্ঘ হচ্ছে।
তবে এ বছর বাংলাদশের মুসলিমদেরও ১৫ ঘণ্টার কিছু বেশি সময় রোজা রাখতে হচ্ছে। আবার ইউরোপের কিছু কিছু শহরে বসবাসকারী মুসলিমদের প্রায় ২১/২২ ঘণ্টা ধরে রোজা থাকতে হচ্ছে। এবার বিশ্বে সবচাইতে দীর্ঘ রোজা হচ্ছে আইসল্যান্ডে। সেখানে রোজা হচ্ছে প্রায় ২২ ঘণ্টা। সবচেয়ে কম সময় রোজা রাখার সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সিডনি শহরের মুসলিমরা। সেখানে রোজার দৈর্ঘ্য হচ্ছে প্রায় ১০ ঘণ্টা।
আর/১০:০৪/০৭ জুন