ঢাকা, ০৭ জুন- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে যন্ত্রে পাসপোর্ট পাসপোর্ট-এমআরপি প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ রিজভীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার এ রুল দেয়।
স্বরাষ্ট্র সচিব ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে তিন সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিজভীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও জহিরুল ইসলাম সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
জহিরুল ইসলাম সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ১০ ডিসেম্বর পুরাতন পাসপোর্ট জমা দিয়ে এমআরপির জন্য আবেদন করেন বিএনপি নেতা রিজভী।
৩১ ডিসেম্বর এমআরপি দেওয়ার কথা থাকলেও তা না পেয়ে আইনি নোটিশ পাঠান রিজভী। তাতে প্রতিকার না হওয়ায় ২৯ মে হাই কোর্টে এই রিট আবেদন করেন তিনি।
এ আর/ ১৫:২২ /জুন