ঢাকা, ০৪ জুন- ফজলুর রহমান বাবু, আফরান নিশো, স্বাগতা জনপ্রিয় তিন মুখ। তারা তিনজনই অভিনয় শিল্পী। অভিনয়ের বাইরে অভিনেতা ফজুলর রহমান বাবু গান গেয়েও বেশ জনপ্রিয়তা রয়েছে তার। অন্যদিকে অভিনেত্রী স্বাগতা নিজেও গান করেন। আর আফরান নিশো তেমন গানে জনপ্রিয়তা নেই। কিন্তু এই তিনজনকে দিয়ে এবার একসঙ্গে একটি নাটকে গান করিয়েছেন নির্মাতা সুমন আনোয়ার। নাটকটির নাম ‘কমলা সুন্দরী’। নাটকটিতে শুধু গান করছেন না তারা সঙ্গে অভিনয়ও করছেন।
এ প্রসঙ্গে নির্মাতা সুমন আনোয়ার বলেন, ‘একটি বাউল পরিবারকে ঘিরে নাটকটির গল্প। গল্পে স্বাগতা একজন বাউল। তার নাম ‘কমলা সুন্দরী’। এই সুন্দরীর প্রেমে পড়ে নিশো। এই প্রেমকে ঘিরেই মূল গল্প। নাটকে পাঁচটি গান রয়েছে। ইতিমধ্যেই রেকর্ডিং এ অংশ নিয়েছেন তারা। পাঁচটি গানই সঙ্গীত আয়োজন করছেন বিপ্লব বড়ুয়া ও সন্ধি।” মানিকগঞ্জে নাটকটির দৃশ্যধারণ শুরু হবে ৮ জুন থেকে। আসছে ঈদে প্রচার হবে এটি একটি বেসরকারী চ্যানেলে।
আর/১২:০৪/০৪ জুন