নয়াদিল্লী, ০২ জুন- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের ম্যাচ থাকেই। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর থেকেই একই আসরে রাখা হয় এই দুই দলকে। পুরো ব্যাপারটিই নাকি ইচ্ছাকৃত করে সাজানো হয়। আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন নিজেই এ কথা জানিয়েছেন।
২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সূচি প্রকাশের দিন এ কথা বলেন রিচার্ডসন। ওভালে বুধবার তিনি বলেছেন, ‘কোন সন্দেহ নেই আমরা আমাদের টুর্নামেন্টগুলোতে ভারত-পাকিস্তান ম্যাচ রাখার চেষ্টা করি। কারণ এই ম্যাচের বিশাল দর্শক রয়েছে। তাই একই গ্রুপে তাদেরকে রাখাটা কাকতালীয় কিছু নয়।’
কিন্তু, টুর্নামেন্টের সূচি তৈরি করা হয় লটারির মাধ্যমে। এতে করে নিরপেক্ষ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়। ভারত-পাকিস্তানকে এ গ্রুপে রাখতে গিয়ে অন্য গ্রুপগুলোতেও তো এর প্রভাব পড়ে। সেক্ষেত্রে কি সচ্ছতা নষ্ট হচ্ছে না?
রিচার্ডসনের মতে, ‘আমরা যখন গ্রুপ সাজাই, প্রতিটি গ্রুপ যেন র্যাংপকিংয়ের ভিত্তিতে হয়, সেটা খেয়াল রাখি। এটা নানাভাবে করা যায়। সেভাবে করতে গিয়েই যখন পাকিস্তান-ভারতকে এক সাথে রাখা সম্ভব হয়, তখন সেটা না করাটা বোকামি।’