Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-০১-২০১৬

ইন্দোনেশিয়া ওপেনে সাইনার কষ্টার্জিত জয়

ইন্দোনেশিয়া ওপেনে সাইনার কষ্টার্জিত জয়

জাকার্তা, ০১ জুন- দ্বিতীয় রাউন্ডে উঠলেন সাইনা নেহওয়াল৷ ইন্দোনেশিয়া ওপেনের প্রথম রাউন্ডের লড়াইতেই কঠিন চ্যালেঞ্জের বাধা টপকাতে হল তাঁকে৷ বিশ্বের আট নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা হারালেন চাইনিজ তাইপের খেলোয়াড় ইউ পো পাইকে৷ এক ঘণ্টা তিন মিনিটের লড়াইতে সাইনার পক্ষে খেলার ফল ২১-১১, ১৯-২১, ২১-১৫৷

হায়দরাবাদি কন্যা এদিন শুরুটা করেছিলেন দুর্দান্ত ভাবে৷ প্রথম গেমটি ২১-১১ ফলে জিতে নেন তিনি৷ কিন্তু দ্বিতীয় গেমে হঠাৎ করেই লড়াইতে ফিরে আসেন পো পাই৷ হাড্ডাহাড্ডি লড়াইতে চাইনিজ চাইপের খেলোয়াড়টি ২১-১৯ ফলে গেমটি জিতে নেয়৷ তবে তৃতীয় গেমে প্রতিপক্ষকে আর কোনও সুযোগ দেননি সাইনা৷ ২১-১৫ ফলে গেম ও ম্যাচ নিজের পকেটস্থ করেন তিনি৷

অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনা তাঁর পরের ম্যাচে বৃহস্পতিবার খেলতে নামবেন স্থানীয় মেয়ে ফিতরিয়ানি ফিতরিয়ানির বিরুদ্ধে৷

আর/১০:১৪/০১ জুন

অন্যান্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে