মুম্বাই, ২৯ মে- শুক্রবার ২৭ মে ছিল শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খানের জন্মদিন! ২০১৩ সালের ২৭ মে জন্ম নিয়েছিল ছোট্ট আব্রাম। ৩ বছরে পা রাখলো ছে! আর তার জন্মদিনে শাহরুখের অসংখ্য ভক্ত শুভেচ্ছা জানিয়েছেন। সোশাল সাইটসহ সংবাদমাধ্যমেও আব্রামের জন্মদিনে দেখা গেছে তুমুল উচ্ছ্বাস, যা একজন সুপারস্টার তারকার জন্মদিনেও খুব একটা দেখা যায় না! বিশেষ করে শাহরুখ যখন ২৭ মে ছেলের জন্মদিনে লন্ডন থেকে ভারতে বিমান দিয়ে ফিরছিলেন, তখন মুম্বাই বিমান বন্দরে আব্রামকে শুভেচ্ছা জানাতে ভিড় জমায় অসংখ্য মানুষ। ভিড় ঠেলে শাহরুখ যখন বড় মেয়ে সুহানা ও কোলে করে আব্রামকে নিয়ে গাড়ির কাছে যাচ্ছিলেন তখন ছোট্ট আব্রাম সবার উদ্দেশে বলে উঠেন ‘থেঙ্ক ইউ’!
লন্ডন থেকে মুম্বাই বিমান বন্দরে আব্রামকে নিয়ে শাহরুখ:
Video: SRK @iamsrk, Suhana & AbRam at Mumbai airport returning from London - Part 1 pic.twitter.com/l6g575v7T9
— SRKUniverse Malaysia (@SRKUniverseMsia) May 27, 2016
ছোট্ট আব্রাম বললো ‘থেঙ্ক ইউ’:
Video: SRK @iamsrk, Suhana & AbRam at Mumbai airport returning from London - Part 2 pic.twitter.com/7ZPKHzl1MW
— SRKUniverse Malaysia (@SRKUniverseMsia) May 27, 2016
আর/১২:০৪/২৯ মে