কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে শিল্পী সুস্মিতা আনিস প্রকাশ করলেন নজরুল সঙ্গীতের মিউজিক ভিডিও নিয়ে ডিভিডি অ্যালবাম ‘এসো হে সজল শ্যাম ঘন দেয়া’। নজরুল সঙ্গীতের কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগম স্মরণে ছয়টি মিউজিক ভিডিও-এর ডিভিডি সংকলন আগামী জুন মাসের শুরুতে বাংলাদেশ এবং কলকাতায় একেযোগে প্রকাশিত হবে।মিউজিক ভিডিও অ্যালবামটি প্রকাশ করেছে নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানি।
সুস্মিতা আনিস পশ্চিমবঙ্গের কলকাতা ও নজরুলের জন্মস্থান চুরুলিয়ায় নজরুল জন্মজয়ন্তী উৎসবে পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন অগ্নিবীণার আমন্ত্রণে আয়োজিত মঞ্চানুষ্ঠান অংশগ্রহণ করছেন।
সুস্মিতা আনিস নজরুল সঙ্গীতের কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগমের ভাইজি এবং তাঁর একনিষ্ঠ শিষ্য। তিনি নজরুল সঙ্গীতের পাশাপাশি আধুনিক বাংলা গানেও সমান পারদর্শী।
এফ/০৯:৫৮/২৮ মে