বার্লিন, ২৮ মে- রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে প্রত্যাহারের সম্ভাবনার কথা বলেছে জার্মানি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার তাল্লিনে সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেন সংকট সমাধানের বিষয়ে যদি অগ্রগতি হয় তাহলে ধীরে ধীরে মস্কোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
তিনি বলেন, “আশা করি জুনের শেষ নাগাদ কিছুটা অগ্রগতি দেখা যাবে এবং তখন দেখব ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে নাকি বর্তমান অবস্থা বহাল থাকবে।” তিনি বলেন, “সংকট সমাধানের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে রাখাই আমাদের লক্ষ্য নয়।”
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার নেতিবাচক ভূমিকার অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর ব্যাংকিং, প্রতিরক্ষা ও জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আগামী জুলাই মাসে ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়ন করতে হলে ২৮ জাতির এ জোটের ভেতরে সর্বসম্মত সমঝোতা লাগবে। আগামী মাসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
কিন্তু শুক্রবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নতুন নিষেধাজ্ঞার বিষয়ে ইইউ জোটের একমত হওয়া খুবই কঠিন ব্যাপার। কারণ জোটের অনেক সদস্যের কাছ থেকে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ আসছে। অবশ্য, তিনি কোনো দেশের নাম বলেন নি কিন্তু ইতালি ও হাঙ্গেরি এ দলে রয়েছে বলে জানা গেছে। এছাড়া, রাশিয়ার প্রতিবেশী দেশ হওয়ায় পোল্যান্ড ও বাল্টিক দেশগুলো রুশ হামলার রোষানলে পড়ার ভয়ে রয়েছে। খবর-রেতে।
এফ/০৯:১১/২৮ মে