মুস্তাফিজুর রহমান ক্রিকেটে নিজের জাতটা চিনিয়েছেন নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই। আবার প্রথমবারের মতো আইপিএলে নাম লিখিয়েই তাক লাগিয়ে দিয়েছেন। খোঁদ ভারতেই এখন ঘরে ঘরে মুস্তাফিজ ভক্ত। আইসিসি প্রেসিডেন্টও বিষ্ময় প্রকাশ করেছেন মুস্তাফিজকে নিয়ে। এবার আইপিএল আয়োজিত উদীয়মান খেলোয়াড় খোঁজার প্রতিযোগিতায় অনলাইন ভোটেও সবার থেকে এগিয়ে আছেন বাংলাদেশের এ কৃতী সন্তান।
আইপিএলে এবার নতুন একটি বিভাগ চালু হয়েছে। নির্বাচন করা হচ্ছে সেরা উদীয়মান খেলোয়াড়। 'Emerging Player of the Season' শিরোনামে অনলাইনে ভোটের মাধ্যমে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। অনলাইনে এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন যে কেউ।
এফ/০৯:৫১/১৭মে