ওয়াশিংটন, ১৬ মে- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফের রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। ওবামা তার এক বক্তব্যে ট্রাম্পের প্রচারণাকে অ-বুদ্ধিবৃত্তিক উল্লেখ করে বলেছেন, ‘অজ্ঞতা কোন গুণ নয়।’
ওবামা তার বক্তব্যে সরাসরি ধনকুবের ট্রাম্পের নাম উল্লেখ করেননি। তবে ওই তীর্যক মন্তব্যটি যে তিনি তাকে নিয়েই করেছেন তা স্পষ্ট। রোববার নিউজার্সিতে রাটগার্স ইউনিভার্সিটির ডিগ্রি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওবামা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অতীতের সুদিন সবসময়ই যে ভালো ছিল তা নয়। তিনি এ প্রসঙ্গে বর্ণবৈষম্য, দারিদ্রদতা ও নারীর প্রতি সমতার অভাবের কথা তুলে ধরেন।
তিনি বলেন, বিশ্ব আজ যে কোন সময়ের চেয়ে পরস্পরসংযুক্ত এবং তা দিন দিনই বাড়ছে। একে প্রতিহত বা দেয়াল নির্মানের চেষ্টা করলেও এতে কোনো পরিবর্তন আসবে না।
প্রসঙ্গত, অবৈধ অভিবাসীদের ঠেকাতে ট্রাম্প তার প্রচারণায় যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে দেয়াল নির্মাণের কথা বলেছেন। এছাড়া তিনি প্রচারণায় আমেরিকাকে পুনরায় মহৎ করে গড়ার শ্লোগান তোলেন।
ওবামা বলেন, কোন দেয়ালই ইবোলা কিংবা জিকা ভাইরাসের মতো সংক্রামক রোগ থেকে আমেরিকাকে রক্ষা করতে পারবে না। বর্তমান যুগ হচ্ছে বিশ্বায়নের যুগ। তাই তার ভাষায়,‘দেশের সীমান্তগুলোতে আমরা অন্তহীন প্রাচীর নির্মাণ করতে পারি। অভিবাসীদের অভিযুক্ত করে চ্যালেঞ্জ ছুঁড়তে পারি। কিন্তু এগুলো করে আমরা আমাদের ইতিহাস বদলাতে পারব না।’
মার্কিন প্রেসিডেন্ট যেসব রাজনীতিবিদ নিজেদেরকে স্পষ্টভাষী হিসেবে তুলে ধরেন কিন্তু রাজনৈতিক নির্ভুলতাকে এড়িয়ে চলেন তাদের সমালোচনা করে বলেন, রাজনীতি ও জীবনে অজ্ঞতা কোন গুণ নয়। কি বলা হচ্ছে সে সম্পর্কে না জেনে উদাসীন থাকা যাবে না।
এফ/২২:৪৮/১৬মে