ঢাকা, ১২ মে- গোলাম আযম এবং নিজামীর মত যুদ্ধাপরাধীদের বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের কারণে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি ধিক্কার জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার রাতে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ ধিক্কার জানান।
ওই স্ট্যাটাসে জয় লিখেছেন, ‘দেশ থেকে পলাতক নিজামী এবং গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে জিয়াউর রহমান তাদেরকে নাগরিকত্ব দেন। তার স্ত্রী খালেদা জিয়া নিজামীকে তার সরকারের মন্ত্রী বানিয়েছিলেন। তাদেরকে ধিক্কার জানাই।’
তিনি আরও লিখেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বিচার এবং তাদের শাস্তি কার্যকর পুরো আওয়ামী লীগের এক অসাধারণ অর্জন।
মঙ্গলবার রাতে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির বিষয় উল্লেখ করে স্ট্যাটাসটিতে তিনি লিখেন, ‘গতকাল জঘন্যতম একজন রাজাকার নিজামীর ফাঁসি হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধে জামায়াত ও পাকিস্তানী সেনাবাহিনীর হাতে ৩০ লক্ষ শহীদের খুনের বিচার করতে ৪৫ বছর লেগে গেছে।’
যুদ্ধাপরাধীদের অভিযুক্ত করে দোষী সাব্যস্ত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীপুত্র জয়।
এফ/১৬:৪৬/১২ মে