নিউইয়র্ক, ০৯ মে- ইতালিয়ান শিল্পী মাউরিজিও ক্যাতেলান সাবেক জার্মান যুদ্ধবাজ স্বৈরশাসক হিটলারের একটি ভাস্কর্য বানিয়েছিলেন। ভাস্কর্যে তিনি হিটলারের বিপরীত ও বিতর্কিত একটি চরিত্র ফুটিয়ে তুলেছেন। হাঁটু গেড়ে বসে থাকা হিটলারের ভাস্কর্যটি বিক্রির সময় চমক সৃষ্টি করেছে।
নিউইয়র্কের ক্রিস্টি ও সুথবি নিলামঘরে গত এক সপ্তাহব্যাপী চলেছে আধুনিক, দ্বিতীয় যুদ্ধ পরবর্তী এবং সমসাময়িক শিল্পের নিলাম। ঐ নিলাম ঘরে ভাস্কর্যটি বিক্রি হয়েছে অবিশ্বাস্য ১৭ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার বা ১১ দশমিক ৯ মিলিয়ন ইউরোতে (১ কোটি ৭২ লাখ ইউএস ডলার)।
ভাস্কর্যে ক্যাতেলান হিটলারকে মিলিয়েছেন একজন শিশুর চরিত্রের আদলে যে কিনা হাঁটু গেড়ে বসে প্রার্থনা করছে। ভাস্কর্যটি পিছন থেকে দেখলে হিটলারকে বোঝা যাবে না। কিন্তু সামনে দিয়ে দেখলে স্পষ্ট হবে হিটলারের চেহারা। নিলাম ঘর থেকে ঐ শিল্প কর্মটিকে তুলনা করা হয়েছে ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে সুন্দর শিল্পের একটি হিসেবে।
শিল্পী ক্যাতেলান ভাস্কর্যটি সম্বন্ধে বলেছেন, ‘হিটলারের মত মানুষ ইতিহাসের সব জায়গায় রয়েছে। অথচ তার পরেও তার নাম নেয়া যাবে না, তাকে তৈরি করা যাবে না, তাকে রেখে দেয়া হয়েছে নিরাবতার একখানি চাদরে ঢেকে।’
তিনি আরও বলেন, ‘কাউকে আঘাত দেয়ার উদ্দেশ্যে ভাস্কর্যটি আমি তৈরি করিনি। সংঘাত সৃষ্টি কিংবা প্রচার পাওয়া আমার উদ্দেশ্য নয়। আমি চাই এটা হবে আলোচনা করার একটা বিষয় কিংবা আমাদের মনোজগতের ওপর একটি পরীক্ষা।’
ভাস্কর্যটি তৈরি করা হয়েছে মানুষের চুল, মোম এবং পলিয়েস্টার রজন দিয়ে। শিল্পী ক্যাতেলানের আগের আরেকটি শিল্পকর্মও বিক্রি হয়েছিল রেকর্ড ৮ মিলিয়ন মার্কিন ডলারে।
এফ/২৩:৩৩/০৯মে