বেশ অনেকদিন যাবত হলিউডের বাতাসে উড়ছে তাদের প্রেমের খবর। তবে তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন নি পপ তারকা রিহানা। ২৯ বছর বয়সী কানাডিয়ান অভিনেতা ও গায়ক ড্রেকের সঙ্গে কয়েকমাস ধরে প্রেম করছেন রিহানা, এমনটিই বলছে বিভিন্ন সংবাদ মাধ্যম।
একটি ম্যাগাজিনের দাবি, সূত্র বলছে, ‘অনেকদিন ধরে গোপনে প্রেম করছেন রিহানা ও ড্রেক। কিন্তু ব্যাপারটি প্রকাশ্যে আনতে চাইছেন না তারা। তারা তাদের সম্পর্কটি ব্যক্তিগত পর্যায়ে রাখতে চাইছেন।’
২৮ বছর বয়সী রিহানাকে শেষবারের মত ড্রেকের সঙ্গে তার ‘অ্যান্টি’ অ্যালবামের প্রচারণায় দেখা গেছে। একদিন এক কনসার্টে রিহানা ড্রেককে মঞ্চেও ডাকেন। কনসার্ট শেষ হওয়ার পর একটি পার্টিতে দুজনকে একান্ত সময় কাটাতে দেখা গেছে।
এফ/১৭:০৫/০৭মে