ঢাকা, ০৪ মে- বাংলাদেশে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানোর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জন বাংলাদেশীকে গ্রেফতারের পর সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায় সিঙ্গাপুরকে ‘সহযোগিতা’ করছে বাংলাদেশ।
মঙ্গলবার চ্যানেল নিউজ এশিয়াকে হাইকমিশনার মাহবুব উজ জামান বলেন, ‘যেকোনোভাবেই হোক চরমপন্থা ও সন্ত্রাসবাদকে আমরা চরম ঘৃণা করি।’
সিঙ্গাপুরে আটক হওয়া ব্যক্তিরা গত মার্চ মাসে গঠিত কথিত ইসলামিক স্টেট ইন বাংলাদেশের (আইএসবি) সদস্য বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ হাইকমিশনার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সন্ত্রাসের বিরুদ্ধে নির্ভয় এবং দৃঢ়ভাবে কঠোর ব্যবস্থা নিয়েছেন। এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স। আমরা আমাদের কর্মীদের বলছি যে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ।’
গত জানুয়ারিতে ইসলামি জঙ্গিবাদে সমর্থন করার অভিযোগে ২৭ জন বাংলাদেশী শ্রমিককে গ্রেফতার করেছিলো সিঙ্গাপুর। যাদের মধ্যে ২৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানোদের সবাই দুই থেকে ৭ বছর ধরে সিঙ্গাপুরে কাজ করছিলেন।
শান্তি ও সম্পীতি ধরে রাখার কথা উল্লেখ করে মাহবুব উজ জামান বলেন, ‘শ্রমিকদের প্রতি আমাদের ম্যাসেজ হলো বিদেশে কাজ করার সময় অবশ্যই সেদেশের আইন-কানুন চলতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা তাদের আশস্ত করতে চাই যে, যতদিন তারা আইন মেনে চলবে ততদিন তাদের কোনো ভয় নেই। আমরা তাদের বলেছি, তারা এখানে একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে এবং দেশে তাদের প্রিয়জনকে তাদের উপার্জনের অর্থ পাঠাতে এসেছে।’
সুতরাং তাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। পরিবারগুলো তাদের উপার্জনের উপর নির্ভর করে। এমন কোনো কিছু করা উচিত নয় যা তাদের চাকরির সম্ভাবনা বিপন্ন করে-বলেন হাইকমিশনার।
মাহবুব উজ জামান জানিয়েছেন, সিঙ্গাপুরে শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে প্রোগ্রাম এবং কার্যক্রম আরও সম্প্রসারণ ও জোড়ালো করা হবে। এখন থেকে শ্রমিকদের থাকার জায়গাগুলো নিয়মিত ভিজিট করা হবে।