ওয়াশিংটন, ০৩ মে- আদালতে জজ মামলার স্বার্থে অভিযুক্তকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে ফোন আনলক করার নির্দেশ দেওয়ার ঘটনা আগে কখনও ঘটেছে কিনা তা অজ্ঞাত। তবে এবার এমনই ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি এক কেন্দ্রীয় মামলার বিচারে অভিযুক্ত নারীকে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্মার্টফোন আনলক করার নির্দেশ দেয় বিচারক।
এফবিআই জানায়, অভিযুক্ত পেস্টার বাখছাদজাইহান গ্রেপ্তার হওয়ার ৪৫ মিনিট পরেই তাকে টাচ আইডি দিয়ে আইফোন আনলক করার নির্দেশ দেয় বিচারক। তবে এফবিআই কী খুঁজছিল তা পরিস্কার হওয়া যায়নি। অভিযুক্ত বাখছাদজাইহানকে যদিও খালাস করা হয়েছে।
তবে কর্তৃপক্ষ আইন অনুযায়ী ঠিক পথেই হেঁটেছেন। কারণ সুপ্রীম কোর্টের আইন অনুসারে, আপনার বিপক্ষে যদি কোন ওয়ারেন্ট থাকে তবে পুলিশ আপনার স্মার্টফোন দেখতে অনুসন্ধান করতে পারবে। অনুসন্ধানের জন্য আপনার স্মার্টফোন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে খোলার নির্দেশ দিতে পারে পুলিশ।