নয়াদিল্লি, ২৬ এপ্রিল- ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে জাতীয় প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাদুঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এফআইসিসিআই ভবনে অবস্থিত জাদুঘরের সর্বোচ্চ তলায় আগুন ধরে। পরে জাদুঘরের ছয়টি তলায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনে কেউ হতাহত হয়নি। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুজন কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের ৩৫টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। তবে অগ্নিকাণ্ডের সোয়া তিন ঘণ্টা পর ভোররাত ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আর সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সময় খুব বেশি লোক ভবনটিতে ছিলেন না। যে কয়জন ছিলেন, তাঁদের অগ্নিকাণ্ডের পর পরই উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ভবনটির অগ্নিনির্বাপক ব্যবস্থা কাজ করছিল না। তাই আগুন নেভাতে এত সময় লেগেছে।
এফ/১৫:৩৮/২৬ এপ্রিল