লন্ডন, ২২ এপ্রিল- যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে আসা শরণার্থীদের নিয়ে বিপাকে পড়েছে গোটা ইউরোপ। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় এই শরণার্থী প্রশ্নে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে ব্রিটেন ও ইইউ। নিরাপত্তার স্বার্থে ব্রিটেন বয়স্ক শরণার্থীদের নিতে রাজি নয়। কিন্তু ২০২০ সালের মধ্যে তিন হাজার অনাথ শিশু শরণার্থীর দায়িত্ব নেবে ব্রিটেন। বিবিসি এ সংবাদ জানিয়েছে।
ব্রিটেন সরকার বলেছে, এটা হবে বিশ্বের সবচেয়ে বড় শিশু পুনর্বাসন কর্মসূচী। জাতিসংঘ শরণার্থী সংস্থার সাহায্যে তারা এটা বাস্তবায়ন করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আগে একবার ঘোষণা করেছিলেন, ২০২০ সালের মধ্যে ২০ হাজার শরণার্থী নেবেন তারা। এই তিন হাজার শিশু ঐ ২০ হাজারের অন্তর্ভুক্ত নয়।
সিরিয়ার যুদ্ধে বহু শিশু পরিবার হারা হয়েছে। অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আবার অনেকের বাবা-মা কিংবা অভিভাবক মারা গেছে যুদ্ধে।এরকম অনেক শিশুই সিরিয়া থেকে পালিয়ে এসেছে মধ্যপ্রাচ্য। কিংবা আশ্রয় নিয়েছে উত্তর আফ্রিকার দেশগুলোতে। তাদের সাহায্য করার জন্যই এই উদ্যোগ নিয়েছে ব্রিটেন।
যদিও অনেক সমালোচক বলছেন, যে হাজার হাজার সিরীয় শরণার্থী শিশু পরিবার হারা হয়ে ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে ঢুকেছে এবং পাচার ও নিপীড়নের শিকার হয়েছে, এই উদ্যোগে তারা মোটেও উপকৃত হবে না।