প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাবের মাঠে নিজেদের সেরাটা ঢেলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার মোহালিতে কেকেআর তুলে নিয়েছে ৬ উইকেটের ব্যবধানে দারুণ এক জয়। নিজেদের চতুর্থ ম্যাচে জয় পেয়ে উচ্ছ্বসিত কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর। জানালেন, দলের খেলোয়াড়দের প্রতি তার আস্থা রয়েছে। আর সেই আস্থার প্রতিদান দিয়ে চলেছেন গম্ভীরের সতীর্থরাও। চমৎকার বোঝাপড়া!
পাঞ্জাবের বিপক্ষে জয়ের পর গম্ভীর বলেন, ‘আমরা পেশাদার। ওপেনিং পার্টনারশিপটা সব সময়ই খুব জরুরি। যেভাবে রবিন ব্যাট করেছে সেটাই আমাদের টার্গেটটা অনেক সহজ করে দিয়েছিল। আমার বিশ্বাস এভাবেই আমরা ব্যাট করে যেতে পারব। যদিও সব সময়ই উন্নতির জায়গা থাকে। কিন্তু আমরা সবাই চাইছি এই জয়ের ধারা ধরে রাখতে। আমাদের প্লেয়ারদের উপর আস্থা আছে।’
তবে দলে কয়েকজনের ফর্মটা তেমন ভালো যাচ্ছে না। তা নিয়ে অতটা চিন্তিত নন গম্ভীর। বললেন, ‘ফর্ম কখন চলে যাবে কেউ জানে না। যখন রান পাওয়া যায়, তখন যতটা সম্ভব রান তুলে নিতে হবে। মানিশ আর সূর্যও ভালো ব্যাট করেছে। আমার মিডল অর্ডার নিয়ে আমি চিন্তিত নই। বেশি কিছু পরিবর্তন করতে চাই না দলে। আর তাদের যে দলে নিশ্চিত জায়গা রয়েছে প্লেয়ারদের এই বিশ্বাসটা দেওয়াও খুব গুরুত্বপূর্ণ।’
পুরোনো ছন্দের সুনীল নারিনকে পেয়ে খুশি গম্ভীর। বলেন, ‘নারিনকে আমরা চেয়েছিলাম দলে। তবে তার ওপর বেশি চাপ দিতে চাই না। নারিন ছাড়াও আমাদের দলে পাঁচজন প্রতিভাবান বোলার রয়েছে। বাকিদেরও দায়িত্ব নিতে হবে। যে দায়িত্বটা এতদিন নারিন নিয়ে এসেছে। শেষ দুটো ম্যাচে দারুণ বল করেছে নারিন।’
এফ/১০:২৯/২০ এপ্রিল