লন্ডন, ১৯ এপ্রিল- চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছে টটেনহাম হটস্পারস। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে লেস্টার সিটির সঙ্গে যোগ্য প্রতিযোগী তারাই! সোমবার রাতে স্টোকসিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেই শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল টটেনহাম।
প্রতিপক্ষের মাঠে শুরুতে থেকেই আক্রমণাত্মকভাবে খেলেছে টটেনহাম। ফলও পেয়েছে তারা। ম্যাচের ৯ মিনিটেই হ্যারি কেনের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে টটেনহামের পক্ষে জোড়া গোল করেন বেমিদেল আলী। ৬৭ ও ৮২ মিনিটে স্বাগতিক স্টোকসিটির জাল কাঁপান তিনি। এ অর্ধে আরো একটি গোল করেন হ্যারি কেন। ৭১ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি। আর তাতে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে টটেনহাম।
এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা লেস্টারের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো টটেনহাম। ৩৪ ম্যাচে তাদের সংগ্রহ ৬৮ পয়েন্ট। তালিকার প্রথম স্থান অধিকারী লেস্টারের ঝুলিতে জমা আছে ৭৩ পয়েন্ট। তারাও খেলে ফেলেছে ৩৪ ম্যাচ।
এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটির অবস্থান তৃতীয়। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে চতুর্থ স্থানে। ৫৬ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান পঞ্চম।