যশোর, ১৬ এপ্রিল- যশোরের মণিরামপুরে নবনির্বাচিত এক ইউপি মেম্বারের সংবর্ধনা অনুষ্ঠানে ‘চেয়ারে বসা নিয়ে’ দ্বন্দ্বে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাতে মশ্মিমনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে মণিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ক্যাম্প ইনচার্জ আইনুদ্দিন।
নিহত রাজু আহমেদ (২২) উপজেলার তালসারি গ্রামের মোস্তফার ছেলে।
ক্যাম্প ইনচার্জ আইনুদ্দিন বলেন, শুক্রবার রাতে নোয়ালী গ্রামে ১ নম্বর ওয়ার্ডে নব নির্বাচিত ইউপি সদস্য আজব আলীর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“রাত ৯টার দিকে রাজু ওই অনুষ্ঠানে গেলে চেয়ারে বসা নিয়ে কয়েক যুবকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই যুবকরা রাজুকে পিটিয়ে জখম করে।”
তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান আইনুদ্দিন।
তবে মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে রাজুর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।এ ঘটনায় এখনও কোনো মামলাও হয়নি।
আর/১১:০০/১৬ এপ্রিল