কলকাতা, ১৫ এপ্রিল- নির্বাচন কমিশন তাঁকে শো-কজ করলেও তাঁর যে কিছু যায় আসে না, তা গতকালই বুঝিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শো-কজ করা এবং কলকাতার পুলিশ কমিশনার-সহ পুলিশ আধিকারিকদের বদলি নিয়ে শুক্রবার ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা।
এদিন নদিয়ার সভা থেকে মমতা বলেন, ‘‘আমি ভেবে পাইনা এখন নালিশের সিন্ডিকেট তৈরি হয়েছে। ওসি, আইসিকে সরিয়ে কী লাভ, ওরা ভোট দেয়? ভোট দেয় জনতা। জনতাকে নিরাপত্তা দিন। ভাল ভাল অফিসারদের বদলি করা হচ্ছে। অফিসাররা সবাই ঐক্যবদ্ধ রয়েছে।১ পুলিশকে সরালে বাকি পুলিশরা ঐক্যবদ্ধ হয়।’’
এদিনও তিনি স্পষ্ট বলেন, যতই নালিশ হোক, তাঁর কথা তিনি বলবেনই। নির্বাচন কমিশনক প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘‘এরকম ইলেকশন জীবনে দেখিনি। কোথায় ছিলেন ৩৪ বছর? মানুষকে ভোট দিতে দেওয়া হত না, তখন কোথায় ছিলেন?’’
বৃহস্পতিবারই মমতা বলেছিলেন, যে বক্তব্যের জন্য নির্বাচন কমিশন তাঁকে শো-কজ করেছেন তা তিনি হাজারবার বলবেন। ২৪ ঘণ্টার মধ্যেই কমিশনকে তোপ দেগে ফের তিনি বোঝালেন, নির্বাচন কমিশন শো-কজ করলেও মুখে লাগাম টানছেন না তিনি। যদিও শো-কজের পরেও নির্বাচন কমিশনকে আক্রমণ করে মমতা যে মন্তব্য করেছেন, সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট দিল্লিতে নির্বাচন কমিশনে জমা পড়েছে।
বিরোধীদের একহাত নিয়ে তিনি বলেন, ‘‘ব্রেকফাস্ট শুরু করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিয়ে। বিকেলবেলা চা খেতে যাচ্ছে আমাকে বিস্কুট করে খেয়ে। সন্ধেবেলা মুড়ি খাচ্ছে আমাকে চপ করে খেয়ে। মানুষের বিপদে পাশে থাকে না। পয়লা বৈশাখে হলাখাতা, আর সিপিএম, কংগ্রেস, বিজেপি, আমরার হল কলকাতা থেকে দিল্লি গিয়ে নালিশের হালখাতা।’’
আর/১৮:১৪/১৫ এপ্রিল