আম্মান, ১৪ এপ্রিল- জর্ডানের নিরাপত্তা বাহিনী রাজধানী আম্মানে অবস্থিত মুসলিম ব্রাদারহুডের সদর দপ্তর বন্ধ করে দিয়েছে। মুসলিম ব্রাদারহুড দেশটির প্রধান বিরোধী শক্তিগুলোর মধ্যে একটা।
জর্ডানের আব্দেল কাদের আল-খাতিব নামের একজন আইনজীবী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ‘জর্ডানের নিরাপত্তা বাহিনী ঐ সদর দপ্তর তল্লাশি চালিয়েছে এবং তালা বদ্ধ করার আগে ভবনটি খালি করে দিয়েছে। আম্মানের সাম্প্রতিক পরিস্থিতির উপর ভিত্তি করে নেয়া এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি রাজনৈতিক সিদ্ধান্ত।’
জর্ডানের কর্তৃপক্ষ মুসলিম ব্রাদারহুডকে দেখে একটি অবৈধ সংগঠন হিসেবে। কারণ ২০১৪ সালের পরে রাজনৈতিক দলগুলোর প্রবর্তিত নতুন আইন অনুসারে এর লাইসেন্স নবায়ন করা হয়নি।
উল্লেখ্য, মুসলিম ব্রাদারহুড একটি ইসলামী সংগঠন যাদের উৎপত্তি হয়েছিল মিশরের ইসলামিয়ায়। একটি ধর্মীয়, রাজনৈতিক এবং সামাজিক আন্দোলন হিসেবে ১৯২৮ সালে দলের সূচনা করেছিলেন হাসান আল বান্না।
এফ/০৭:০৩/১৪ এপ্রিল