ঢাকা, ১২ এপ্রিল- চৈত্রের তাপদাহে অতিষ্ট এই জনজীবনকে বৃষ্টির শীতল ছোঁয়ায় সিক্ত করার আমেজে আসছে বৈশাখ, এমন তথ্য মিলেছে আবহাওয়া অধিদপ্তর থেকে। গত কয়েকদিন ধরেই চৈত্রের শেষ দগ্ধতায় পুরছে নগরবাসী। শুধু তাই নয়, এর গরমে অস্বস্তির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা।
গত ৫ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত আটদিনে তাপমাত্রা বেড়েছে ৬ দশমিক ৪ ডিগ্রি। গত ৫ এপ্রিল রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা বেড়ে হয়েছে ৩৬ দশমিক ৬ ডিগ্রি।
মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- আজও পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আর এমন অবস্থা অব্যাহত থাকতে পারে।
তবে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে। আর পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে অধিদপ্তর বলেছে, এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে এপ্রিলের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী, বজ্রবৃষ্টি, এমন কি ঘূর্ণিঝড়ও হতে পারে। অপরদিকে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং অন্যত্র এক থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮ এর চেয়ে বেশি ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
অবশ্য সিলেট অঞ্চলে পরিবর্তিত আবহাওয়া বিরাজ করছে। গত কয়েকদিন তাপমাত্রা কম থাকার পাশাপাশি বৃষ্টির দেখাও মিলেছে এ নগরীতে। আর সামনের দিনগুলোতে সেখানে বজ্রসহ বৃষ্টি হওয়ার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
অন্যদিকে কয়েক দিন ধরেই প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠছে পশ্চিমবঙ্গবাসীর। বাংলাদেশের থেকেও সেখানে তাপমাত্রা অনেক বেশি। সোমবার কলকাতার তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রির কাছাকাছি। আর মঙ্গলবার তা বেড়ে হয়েছে ৪২। দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই বইবে তাপপ্রবাহ। এর মধ্যে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলতে পারে তীব্র তাপপ্রবাহ।
আলিপুর আবহাওয়া অফিস থেকে জানা গেছে, আজ মঙ্গলবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছুঁতে পারে। ঝাড়খণ্ডের দিক থেকে ধেয়ে আসা শুষ্ক গরম বাতাসের প্রবল দাপটেই রাজ্যজুড়ে চোখ রাঙাচ্ছে তাপপ্রবাহ। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রারও। প্রতি বছরই এ সময় বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় থেকে রাজ্যে ঢোকে প্রচুর জলীয়বাষ্প। যার ফলে তীব্র গরমের মধ্যেও কালবৈশাখীর ঠাণ্ডা হাওয়ায় শীতল হয় পরিবেশ। কিন্তু এ বছর অনেক দুর্বল এই উচ্চচাপ বলয়। তাই গরম হাওয়ার দাপটে প্রাণ যায় যায় রাজ্যবাসীর। আগামী ৪৮ ঘণ্টা এই পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আর/১৭:৩৮/১২ এপ্রিল