নয়াদিল্লি, ১১ এপ্রিল- ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে বাদ পরার পরই ভারতীয় ক্রিকেট অধিনায়কের পদত্যাগ করার গুজব ওঠে। তবে এবার অধিনায়ক থেকে নয় একটি হাউজিং সোসাইটির `ব্র্যান্ড অ্যাম্বাসেডর` পদ থেকে পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
নোইদা অঞ্চলের ভূসম্পত্তি ফার্ম আরমাপালি সোসাইটির বিদ্যুৎ এবং দেওয়ানি কাজে অনিয়মের জেরে বেশ কিছুদিন ধরেই বাসিন্দারা অভিযোগ করে আসছেন। সবশেষ এক সপ্তাহ আগে, সোশ্যাল মিডিয়ায় ধোনিকে ট্যাগ করে বাসিন্দাদের একটি টুইটার পোস্ট আলোচনার ঝড় তোলে।অবশেষে ঐ অঞ্চলের বাসিন্দাদের অনুরোধের প্রেক্ষিতে সোসাইটির দূত থেকে পদত্যাগ করলেন ধোনি।
নোইদার ৪৫ নম্বর সেক্টরের প্রায় ৮০০ পরিবার `স্যাফায়ার` প্রজেক্টের বিরুদ্ধে অবস্থান নেন। ২০০৯ সালে এই প্রজেক্টের কাজ শুরু হলেও এখনো এর নির্মাণ কাজ শেষ হয়নি। তবে বাসিন্দাদের এমন অভিযোগ অস্বীকার করেছে আমরাপালি গ্রুপ।
এফ/১৬:২৮/১১ এপ্রিল