ঢাকা, ১১ এপ্রিল- আন্দোলনরত রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের বেতনভাতা পরিশোধ এবং পাটখাতের উন্নয়নে এক হাজার কোটি টাকা বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বৈঠক শেষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী ইমাম উদ্দিন প্রামাণিক ও প্রতিমন্ত্রী মির্জা আজম।
প্রতিমন্ত্রী মির্জা আজম জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, আমরা বৈশাখ পালন করবো আর পাট শ্রমিকরা রাস্তায় আন্দোলন করবে তা হবে না। পয়লা বৈশাখের আগেই শ্রমিকদের বকেয়ার আংশিক পরিশোধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মির্জা আজম জানান, মোট এক হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পয়লা বৈশাখের আগে শ্রমিকদের বকেয়া বাবদ ৪০ কোটি টাকা পরিশোধ করা হবে। বাকি বকেয়া পরবর্তী সময়ে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।
প্রসঙ্গত, খুলনার রাষ্ট্রায়ত্ত্ব সাতটি পাটকলের শ্রমিকরা কয়েক দিন ধরে বকেয়া বেতনের জন্য আন্দোলন করে আসছেন।