ওয়াশিংটন, ০৮ এপ্রিল- মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে ইলেকট্রনিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপাল-এর নতুন বৈশ্বিক কার্যক্রম শুরু করার কথা থাকলেও তা পরে বাতিল করে দেওয়া হয়েছে। নর্থ ক্যারোলাইনায় লিঙ্গবৈষম্যতা নিয়ে কিছু আইনী জটিলতা থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অঙ্গরাজ্যটির ওই আইন অনুযায়ী, শিক্ষার্থীদেরও স্কুলে লিঙ্গভেদে বাথরুম ব্যবহার করতে হবে। আর একটি শিশুকে জন্মের পর থেকেই এই শিক্ষা দিতে হবে।
মার্চ মাসের ২৩ তারিখ থেকে নর্থ ক্যারোলাইনায় জরুরী বৈঠক করা হয় যেখানে জনগণের গোপনীয়তা এবং নিরাপত্তার ‘বিতর্কমূলক’ এই আইনগুলো পাস করানো হয়।
সমকামী এবং ‘ট্রান্সজেন্ডার’ মানুষদের জন্য এই ধরনের আইন হতভাগ্য বলে ব্যাখা দিয়েছেন সমালোচকরা।
এর ফলে পেপাল জানায়, তারা আর নর্থ ক্যারোলাইনায় কোনো কার্যালয় রাখবে না। এই কার্যালয়ে ৪শ’ কর্মীর কাজ করার কথা ছিল।
পেপাল প্রধান ড্যান শুলম্যান এক বিবৃতিতে বলেন, “নর্থ ক্যারোলাইনা’র একজন নিয়োগকর্তা হয়ে, আমাদের প্রতিষ্ঠানের সব সদস্য এখানে সমান অধিকার পাবেন না, যদি এই আইন ধার্য করা হয়, তবে সেটা একোরেই অগ্রহনযোগ্য ”। তিনি আরও বলেন, “এই নিয়মটি মানুষের মধ্যে বৈষম্য আরও স্থায়ী করে দিল এবং নতুন এই আইন পেপাল-এর উদ্দেশ্য এবং সংস্কৃতি ও মূল্যবধের বিপরীতে যায়।”