রেঙ্গুন, ০৮ এপ্রিল- মিয়ানমারের ক্ষমতায় বসেছে অং সান সু চির দল এনএলডি। সু চি বলেছেন, তার নতুন সরকার আগামী দুই সপ্তাহের মধ্যে মিয়ানমারের সমস্ত রাজনৈতিক বন্দিদের মুক্তির উদ্দেশ্যে কাজ শুরু করেছে। রাষ্ট্রীয় উপদেষ্টা হিসেবে যোগ দেয়ার পর এটাই তার প্রথম ঘোষণা।
নির্বাচনে তার ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি নিরঙ্কুশ জয় লাভ করলেও সাংবিধানিক কারণে সু চি প্রেসিডেন্ট হতে পারেননি। তাকে প্রধান মন্ত্রীর সমপর্যায়ের একটি পদ হিসেবে রাষ্ট্রীয় উপদেষ্টা নিয়োগ করা হয়েছে।
রাজ বন্দিদের মুক্তির উদ্দেশ্যে তার সাম্প্রতিক এও পদক্ষেপে প্রায় ৫০০ বন্দির কারাভোগের সমাপ্তি ঘটবে। সু চি নিজেও একসময় রাজনৈতিক বন্দি ছিলেন। তিনি বলেছেন, এই বন্দিদের মুক্তি দেয়া তার সরকারের প্রধান কাজগুলোর মধ্যে একটা।
মিয়ানমারের দীর্ঘ সামরিক শাসনের ইতি ঘটে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় প্রায় একশো বন্দি ইতিমধ্যে মুক্তি পেয়েছেন। কিন্তু অনেকেই এখনো বন্দি অবস্থায় রয়েছেন।
আর/১২:৩৭/০৮ এপ্রিল