আচার-আচরণ দেখে যেমন মানুষের চরিত্র বোঝা যায় তেমনই বোঝা যায় মুখের আকৃতি দেখেও। মোটামুটি এই ধরণের আকৃতির মুখই দেখা যায়। নিজের মুখের আকৃতি বুঝতে না পারলে আয়নার সামনে দাঁড়ান। তারপর মুখের ধার বরাবর লিপস্টিক দিয়ে আয়নায় আঁকুন। বুঝে যাবেন আকৃতি। তারপর মিলিয়ে দেখে নিন নীচের সঙ্গে।
গোল মুখ: এরা বেশ নমনীয় প্রকৃতির, সহজে মানিয়ে নেন। অর্থ ও ক্ষমতার প্রতি আকৃষ্ট হলেও এরা সমব্যাথীও হন। এরা সংবেদনশীল ও কেয়ারিং।
আয়তাকার: সাধারণত অ্যাথলিটদের এ রকম মুখ হয়। এরা কিছুটা একাসেরে ও উচ্চাকাঙ্ক্ষী। কিছুটা নাক উঁচু হওয়ার কারণে সম্পর্কে সুখী হতে পারেন না।
ত্রিভূজ: এরা খুব রাগী, তবে বেশ সাহসী। আবার ক্রিয়েটিভও। আত্মবিশ্বাস ও পজিটিভিটিই এদের চরিত্রের বৈশিষ্ট্য।
ডিম্বাকৃতি: এটা সবচেয়ে কমন ধরণের মুখ। এরা শান্ত ও ডিপ্লোম্যাটিক। তবে অনেক সময় দ্বৈত চরিত্রে মানুষ হন। কিছুটা একগুঁয়েও।
আয়তক্ষেত্র: এরা বুদ্ধিমান, সক্রিয় ও পরিশ্রমী। এরা কখনই নিজের প্রতি নিয়ন্ত্রণ হারান না। রাজনীতি বা ব্যবসায় এরা উন্নতি করেন।
চৌকো: এরা বুদ্ধিমান ও খুঁতখুঁতে স্বভাবের। প্রতিযোগী মনোভাব, সদিচ্ছা, লড়াকু মনোভাব এদের বৈশিষ্ট্য। অনেক সময়ই এরা আগ্রাসীও। কখনও হিংসুটেও।
পানপাতা: এরা উচ্চাকাঙ্ক্ষী হলেও বাস্তববাদী, মজা করতে ভালবাসেন, আবার কিছুটা লাজুকও বটে।
ডায়মন্ড: এরা নিয়ন্ত্রণ করতে ভালবাসেন, আত্মবিশ্বাসী ও বেশ আকর্ষক চরিত্রের মানুষ। কখনও কখনও এদের বোঝা মুশকিল।
আর/১১:০৮/০৫ এপ্রিল