কলকাতা, ২৮ মার্চ- সম্প্রতি গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ ছবির ট্রেলার প্রকাশিত হওয়ার পর ব্যাপক প্রশংসিত হয়েছিল। আর সে রেস কাটতে না কাটতেই এল আরও একটি দারুণ খবর।‘ শঙ্খচিল’ ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবির পুরস্কার জিতেছে। ২৮ মার্চ এ ঘোষণা দেওয়া হয়।এছাড়া পুরস্কার হিসেবে ছবিটি পাচ্ছে নগদ ১ লাখ রুপি।
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘শঙ্খচিল’চলচ্চিত্রটি। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কুসুম শিকদার। তাদের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী অনুম রহমান খান। আগামী পহেলা বৈশাখ অথ্যাৎ ১৪ এপ্রিল চলচ্চিত্রটি দুই বাংলায় একসাখে মুক্তি পাবে প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ।‘শঙ্খচিল’ গৌতম ঘোষের ১৪তম কাহিনীচিত্র। এ ছবি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় আরো অভিনয় করেছেন দুই বাংলার শিল্পীরা। তারা হলেন- মামুনুর রশীদ, প্রবীর মিত্র, রোজী সিদ্দিকী, রিয়াজ মাহমুদ জুয়েল, শাকিল আহমেদ, শাহেদ আলী, দীপঙ্কর দে, অরিন্দম শীল, ঊষসী চক্রবর্তী প্রমুখ।
গত ১৩ মার্চ ইউটিউবে উন্মুক্ত হয় ‘শঙ্খচিল’ ছবির ট্রেলার। মুক্তি পেয়েছে একটি গানও। জীবনানন্দ দাশের ‘আবার আসিবো ফিরে’ কবিতাকে গান হিসেবে গেয়েছেন ওপার বাংলার দুই শিল্পী রূপঙ্কর বাগচী ও অন্তরা চৌধুরী। এর আগে ফকির লালনকে নিয়ে দুই বাংলার যৌথ প্রযোজনায় গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্বীকৃতি পায়। ২০১১ সালে সেরা সংহতির জাতীয় চলচ্চিত্র হিসেবে এটি পেয়েছে নার্গিস দত্ত পুরস্কার।
এফ/১০:২৯/২৮মার্চ