রংপুর, ২৭ মার্চ- ‘বর্তমান নির্বাচন কমিশন (ইসি) চাকরি হারানোর ভয়ে আছে। আর সেই ভয় থেকে ইউপি নির্বাচনকে সুষ্ঠু বলছে তারা। এর আগে বাংলাদেশের ইতিহাসে ইউপি নির্বাচনে কখনো এত মানুষ হত্যার ঘটনা ঘটেনি।’
রোববার দুপুরে রংপুরে তিন দিনের সফরে এসে নগরীর দর্শনা এলাকায় পল্লী নিবাস ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘ইউপি নির্বাচনে ৭০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। ১১ জনের মৃত্যুর ঘটনাও বিরল। ভয়ভীতি দেখিয়ে প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে এই নির্বাচনকে সুষ্ঠু বলা চলে না। এমনিতেই ইউপি নির্বাচনে প্রতিটি ইউনিয়নে ১০ থেকে ১২ জন প্রার্থী থাকে। কিন্তু এবার তাও নেই।’
কুমিল্লা ভেক্টোরিয়া কলেজ ছাত্রী তনু হত্যার বিচার চেয়ে এরশাদ বলেন, ‘দেশে গণতন্ত্র নামে আছে, কাজে নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক। দেশে প্রতিদিন মানুষ খুন হচ্ছে। এ থেকে নারী-শিশু কেউই রেহাই পাচ্ছে না। এর প্রতিবাদ করার কেউ নেই। দেশ কতদিন এভাবে চলবে জানি না। আমরা বিবেক হারিয়ে ফেলেছি।’
রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমি রাষ্ট্র ধর্ম ইসলাম করেছিলাম। আমার সময় কোনো সংখ্যালঘু নির্যাতিত হয়নি। এখন মন্দিরের জায়গা দখল হচ্ছে। সংখ্যালঘুদের জমি দখল হচ্ছে। কেউ এর প্রতিবাদ করে না। আবার কেউ প্রতিবাদ করলে তাকে জেলে যেতে হয়।’
এসময় এরশাদ বলেন, ‘আন্দোলনের মাধ্যমে নয়, দেশে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলেই বর্তমান পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া সম্ভব।’
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি, রংপুর মহানগর জাপার আহ্বায়ক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এস এম ইয়াসিরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করেন জাপা চেয়ারম্যান। এরপর মোটর শোভাযাত্রা সহকারে তার বাসভবনে এসে পৌঁছোলে দলীয় নেতাকর্মীরা এরশাদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
রংপুরে এসে জাপা চেয়ারম্যান জাতীয় ছাত্র সমাজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। সেখানে কেক কাটার পর পল্লী নিবাস থেকে সার্কিট হাউজে যান।
আগামীকাল ২৯ মার্চ জাপা চেয়ারম্যান লালমনিরহাট জেলা জাপার সম্মেলনে যোগ দিবেন। ৩০ মার্চ তিনি ঢাকা ফিরে যাবেন।
আর/১৮:৩৭/২৭ মার্চ