মার্কিন পপ তারকা জাস্টিন বিবার এবং সেলেনা গোমেজের প্রেমের খবর কারোর অজানা ছিল না। এমন কি, তাদের বিচ্ছেদের পরেও তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের কোন কমতি নেই। সেই জেরে এবার জানা গেল, বিবার এখনও ভুলতে পারেন নি সেলেনাকে।
গত শনিবার বিবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সেলেনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন। বেশ আগে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে, একে অপরকে ঘনিষ্ঠভাবে চুমু খাচ্ছেন দুই তারকা।
২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত রোমান্টিক প্রেমের সম্পর্কে ছিলেন বিবার এবং সেলেনা। ২২ বছর বয়সী বিবার ছবিটি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘অনুভব’।
যদিও তাদের বিচ্ছেদের পর শোনা গেছে, সেলেনা তার জীবনে অন্য কাউকে জায়গা দেন নি। অন্যদিকে, বিবারের সঙ্গে একাধিক নারীর সম্পর্কের খবর প্রায়ই পাওয়া গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। আর এই ছবি প্রকাশ করে তিনি জন্ম দিলেন আরেক গুঞ্জন। হয়তো তিনি সেলেনাকে বোঝাতে চাইছেন, তাকে এখনও আগের মতোই ভালবাসেন জাস্টিন বিবার।
এফ/১০:৩২/২২মার্চ