আরবাজের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন মালাইকা আরোরা খান। স্বামী আরবাজকে ডিভোর্স দিচ্ছেন তিনি। শেষ চেষ্টা করে সালমান খানও ব্যর্থ হলেন। এবার মালাইকা-আরবাজের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আরবাজের বাবা সেলিম খান।
সেলিম খান বলেন, ‘আমি একজন লেখক। সুতরাং কারও প্রেম বা বিচ্ছেদ নিয়ে আমাকে প্রশ্ন না করাই ভাল। আর বাড়িতে ছেলেদের ব্যক্তিগত বিষয়ে আমি মাথা ঘামাই না। ওরা এখন বড় হয়েছে। এ সব নিজেরাই সামলাবে। আমি এ নিয়ে কোনও কথা বলতে চাই না।’
বলিউডের একটা বড় অংশ জানিয়েছে, আরবাজ-মালাইকার সম্পর্ক টিকিয়ে রাখতে চেষ্টা করেছেন সালমান খান। মালাইকাকে ফোন করে অনেক বুঝিয়েছেন তিনি। কিন্তু কোনও ভাবেই মালাইকাকে ফেরানো যায়নি। ওদিকে বাবা সেলিম খান তার ছেলে ও পুত্রবধূর সমস্যাকে তাদের হাতেই ছেড়ে দিয়েছেন।
তিন মাস আগে খান বাংলো ছেড়ে ছেলেকে নিয়ে বান্দ্রায় বাবার ফ্ল্যাটে চলে যান মালাইকা। তখন থেকেই এই সম্পর্কে ভাঙন ধরার আঁচ পাওয়া গিয়েছিল। কখনও শোনা গিয়েছে এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নায়িকা।
আরবাজ বার বার ফেরাতে চেয়েছেন মালাইকাকে। প্রকাশ্যে বলেছেন, ‘১৭ বছর হল বিয়ে হয়েছে আমাদের। আমি এখনও মালাইকার ব্যাপারে পজেসিভ। ও আমার কাছে সবথেকে বেশি দামি। ওকে হারিয়ে ফেলার ভয়ও পাই।’ কিন্তু তাও শেষরক্ষা হল না। বলিউডের বিচ্ছেদের তালিকায় যোগ হল তাদের নাম। আর বাবা সেলিম খানের স্পষ্ট জবাবের পর ডিভোর্সের জল্পনা আরও দৃঢ় হল।
এফ/২২:৩১/১৪মার্চ