দোহা, ০৯ মার্চ- কাতারের একটি ব্যস্ত সড়কে ট্র্যাফিক জ্যামে গাড়িতে বসে রয়েছেন বিরক্ত চালক এবং যাত্রীরা। ঠিক যখন অনেকে ভাবছেন গাড়ি থেকে নেমে হেঁটে যাবেন কিনা, ঠিক তখনই তারা বিস্মিত হয়ে দেখলেন, রাস্তা দিয়ে শান্ত এবং পরিচিত ভঙ্গিতে ছোটাছুটি করছে একটি বাঘ।
যাত্রীদের কেউ একজন এই দৃশ্য ভিডিও করে সেটা সামাজিক মাধ্যম টুইটারে প্রকাশ করলে ব্যাপক সাড়া পড়ে যায়। ২০ সেকেন্ডের একটি ভিডিও চিত্রে দেখা যায়, উদভ্রান্ত বড়সড় একটি বাঘের বাচ্চা চলন্ত গাড়ির ভেতর দিয়ে পালানোর চেষ্টা করছে।
বাঘটির গলায় শেকল থাকায় ধারণা করা হচ্ছে, বাঘটি কারো পোষা। কোনো ভাবে শেকল ছিঁড়ে পালিয়েছে। ঘটনার পর কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, ঘটনা তদন্ত করা হচ্ছে।
পরবর্তীতে অবশ্য টুইটারে প্রচার করা আরেকটি ছবিতে দেখা যায়, সাদা আলখাল্লা পরিহিত এক ব্যক্তি হাসিমুখে বাঘটিকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। খুব সম্ভবত তিনি বাঘটির মালিক এবং তাকে ধরতে পেরেছিলেন।
কাতারের ধনী ব্যক্তিদের মধ্যে বাঘ, সিংহ, চিতাবাঘের মত হিংস্র বন্য জন্তু পোষার একধরণের চল রয়েছে। যদিও সরকার থেকে এর উপরে নিষেধাজ্ঞা রয়েছে তবু অনেকেই আইন মানেন না।
ভিডিও
এফ/০৯:৫০/০৯ মার্চ