মুম্বাই, ০৭ মার্চ- সারা পৃথিবীতে আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি এবং ব্রাজিলের খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অসংখ্য ভক্ত রয়েছে। এই ভক্তদের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। ঝগড়ার বিষয়বস্তু হচ্ছে, দুজনের কে শ্রেষ্ঠ? এটা নিয়ে ঝগড়া হতেই পারে, কিন্তু ভারতের মুম্বাইতে ঝগড়ার এক পর্যায়ে খুন করা হয়েছে এক লোককে।
ভারতীয় পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সি নাইজেরিয়ার নাগরিক মিখায়েল চুকুয়ামা ৩৪ বছর বয়সি আরেক নাইজেরিয় নাগরিক অবিনা ধুরুমচুকুয়াকে ভাঙা কাঁচের টুকরো দিয়ে কুপিয়ে হত্যা করেছে মুম্বাইয়ের শহরতলীতে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।
পুলিশের একজন কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘তারা ফুটবল খেলা নিয়ে কথা বলছিলেন। একজন মেসির ভক্ত, অন্যজন রোনাল্ডোর। ঝগড়ার এক পর্যায়ে একজন অন্যজনের দিকে একটি কাঁচের গ্লাস ছুঁড়ে মারেন। এরপর সেই ভাঙা কাঁচ দিয়ে আঘাত করলে একজনের মৃত্যু হয়।’
উল্লেখ্য, আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় লিওনেল মেসিকে ফিফা থেকে বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘ব্যালুন ডোর’ দেয়া হয়েছে পাঁচবার। এদিকে রোনাল্ডোকে এই পুরস্কার দেয়া হয়েছে তিন বার।