ঢাকা, ০৬ মার্চ- সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তবে তার আগে শঙ্কা জেগেছে আবহাওয়া নিয়ে। মিরপুরে এখন চলছে ঝড়ো বৃষ্টি। তুমুল বৃষ্টির সঙ্গে আছে দমকা হাওয়া। ফলে ফাইনাল ম্যাচ নিয়ে দেখা দিয়েছে চরম সংশয়।
শুরুটা বিকেল ৫টা ৪০‘র দিকে। তখন এক পশলা বৃষ্টি হয়ে যায়। পরে দ্রুত থেমেও যায়। তবে তখনেই মাঠের উইকেটে কাভার দিয়ে ঢেকে দেয়া হয়। এর পর আধাঘন্টা কোন বৃষ্টি হয়নি। সন্ধ্যা ৬টার দিকে মাঠের এক পাশে ব্যাটিং প্র্যাকটিস শুরু করে বাংলাদেশ দলের মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার।
তবে ছটার কিছুক্ষণ পরই শুরু হয়েছে তুমুল বৃষ্টি। মাঠের উইকেট অক্ষত রাখতে মাঠকর্মীরা প্রানান্ত চেষ্টা করে যাচ্ছে।
এশিয়া কাপের ফাইনাল ম্যাচের জন্য নেই রিজার্ভ ডে। ফলে আজ কোন কারণে ম্যাচ পরিত্যক্ত হলে, সে ক্ষেত্রে যৌথভাবেই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ ও ভারত।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রিপন চন্দ্র সরকার বলেন, খেলার আগেই বৃষ্টি নামতে পারে তবে তা দীর্ঘস্থায়ী হবে না। এতে খেলা শুরু হতে বিলম্ব হতে পারে।