গাজীপুর, ০৪ মার্চ- জেলার কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের বুথ থেকে প্রায় দুই কোটি টাকা লুটের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে গাজীপুরের বোর্ডবাজার ও কালিয়াকৈর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-বরিশালের মিন্টু এবং খুলনার পাইকগাছার নাইমুল ইসলাম।
পুলিশ জানায়, কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাকের বুথ থেকে টাকা লুটের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাতদের আসামি করে মানিপ্ল্যান্ট লিংকের কর্মকর্তা লে. কর্নেল আবেদীন মামলা দায়ের করেন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ওই অর্থ নিরাপত্তা কোম্পানির ৭ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ ঘটনাটি তদন্তে অভিযানে বের হয়। ওই রাতেই ডাকাতির ঘটনায় কালিয়াকৈর থেকে মিন্টু ও বোর্ডবাজার থেকে নাইমুল ইসলামকে আটক করা হয়।
আটককৃতরা ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া। এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে ময়মনসিংহে ফুলবাড়িয়া উপজেলার বাশধি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি ট্রাংক ও একটি এটিএম কার্ড উদ্ধার করে পুলিশ।
গত বুধবার রাত আড়াইটার দিকে মানিপ্ল্যান্ট লিং নামে একটি অর্থ নিরাপত্তা সংস্থার গাড়িতে করে বুথের ভল্টে টাকা রাখার সময় ৮/৯ জনের একটি ডাকাত দল অতর্কিতে হামলা চালায়। এ সময় বুথের নিরাপত্তাকর্মীকে মারধোর করে প্রায় ১ কোটি ৮৪ লাখ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।