মিশিগান, ০৪ মার্চ- প্রতি চার বছরের মাথায় একবার আসে লিপ ইয়ার বা অধিবর্ষ; এই বছরের সেই বিশেষ দিন ২৯ ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় সন্তান এলো যুক্তরাষ্ট্রের মিশিগানের এক দম্পতির।
গেল ২৯ ফেব্রুয়ারি ভোররাত ৩টা ৬ মিনিটে মিশিগানের হেনরি ফোর্ড ম্যাকম্ব হাসপাতালে নিজেদের দ্বিতীয় মেয়ে এভিলিন জয়কে পৃথিবীতে স্বাগত জানান চাদ ও মেলিসা ক্রফ দম্পতি।
চিকিৎসক নির্ধারিত তারিখের ১০ দিন পর শিশুটির জন্ম হয় বলে হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়।
দুই কেজি ৯৮০ গ্রাম ওজনের ছোট্ট মেয়েটির জন্মদিন হল তার বড় বোন এলিয়ানা আদাইয়ার জন্মদিনে। সর্বশেষ লিপ ইয়ার ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি জন্ম হয় আদাইয়ার।
“এটা কিছুটা স্বপ্নের মতো ব্যাপার। এটা এক ধরনের লটারি জেতা; বেবি লটারি,” রয়টার্সকে বলেন মেলিসা ক্রফ।
ওষুধ প্রয়োগ বা অস্ত্রোপচার নয়, স্বাভাবিকভাবেই সন্তানের জন্ম হয়েছে বলে জানান তিনি।
বছরের একই দিনে এক পরিবারের দুই সন্তানের জন্মগ্রহণের ঘটনা খুব বেশি দেখা যায় না। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী ১৯৫২ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে মাত্র জোড়া ভাই-বোনের জন্ম হয় একই দিন ২০ ফেব্রুয়ারিতে।