জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের মোট সম্পদ এখন ৩২ বিলিয়ন ডলার। গত বছরের তুলনায় এবছরে তার সম্পদ বেড়েছে ৮ বিলিয়ন ডলার।
মাত্র ৩১ বছরের জাকারবার্গ ফোর্বস ম্যাগাজিনের দেওয়া ধনীদের সর্বশেষ তালিকায় ছয় নম্বরে উঠে এসেছেন।
তবে মাইক্রোসফটের বিল গেটস এখনও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।
বিল গেটসের সম্পদের পরিমাণ ৫৩.৮ বিলিয়ন ডলার।
বিলিয়নারদের তালিকায় সর্বকনিষ্ঠ হচ্ছেন ১৯ বছরের তরুণী আলেক্সান্দ্রা এন্ডারসন। তিনি নরওয়ের এক তামাক ব্যবসায়ীর উত্তরাধিকারী।
বিশ্বে বিলিয়নারের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। ৫৪০ জন। চীনে ২৫১ জন, জার্মানিতে ১২০ জন, রাশিয়ায় ৭৭ জন এবং ব্রিটেনে ৫০ জন।