ঢাকা, ০২ মার্চ- বাংলাদেশের ক্রিকেট বদলে গেছে। সেই বদলের হাওয়া লেগেছে গোটা বিশ্বে। আসছে একের পর এক সাফল্য। বুধবার যেমন ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে খেলতে ইংলিশ কাউন্টির দল সাসেক্স মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে।
অভিষেকের পর এ নিয়ে তিনটি বিদেশি লিগে ডাক পেলেন বাংলাদেশের কাটার মাস্টার। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর এবার নাম লেখালেন ইংল্যান্ডের জমজমাট আসর ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে। বলতে গেলে সাকিব আল হাসান ও তামিম ইকবালের পিছু ছুটছেন মুস্তাফিজ।
ক্লাবের হিসেবে ইতিহাসও বটে। প্রথম বাংলাদেশি হিসেবে সাসেক্সে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। কিন্তু সাকিব-তামিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। ২০ বছর বয়সী এই তরুণ পেসারকে দলে পেয়ে খুশি দলটির প্রধান কোচ মার্ক ডেভিস। মুস্তাফিজকে বিশ্ব ক্রিকেটে অন্যতম মেধাবী তরুণ ক্রিকেটার হিসেবেই দেখছেন তিনি।
অপরদিকে কাউন্টিতে সুযোগ পেয়ে রোমাঞ্চিত মুস্তাফিজও। বাংলাদেশের এই তরুণ তুর্কী বলেন, ‘কাউন্টি ক্রিকেটে সুযোগ পাওয়ায় আমি দারুণ রোমাঞ্চিত। ইংল্যান্ডে খেলা আমার একটি স্বপ্ন ছিল। সাসেক্স সেই সুযোগ করে দেয়ায় আমি ক্লাবটির প্রতি কৃতজ্ঞ। তারা আমার প্রতি যে বিশ্বাস রেখেছে আশা করি মাঠে তার প্রতিফলন দেখাতে পারব।’