Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০২-২০-২০১৬

শিশু হত্যা রোধে কঠোর হওয়ার আহ্বান

শিশু হত্যা রোধে কঠোর হওয়ার আহ্বান

চট্টগ্রাম, ২০ ফেব্রুয়ারী- বাংলাদেশে সাম্প্রতিক শিশু হত্যাকাণ্ডে উদ্বেগ জানিয়ে এ ধরনের নৃশংসতা ঠেকাতে সরকারে প্রতি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে শিশু-কিশোর সংগঠন খেলাঘর।

শুক্রবার চট্টগ্রাম নগরীর প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন থেকে এ আহ্বান জানান সংগঠনটির নেতারা।

মানববন্ধনে খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, “পাশবিকতা চরিতার্থ ও পারিবারিক স্বার্থ সংশ্লিষ্টতা নিয়ে নির্মমতার শিকার হচ্ছে শিশুরা। শিশু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ নির্মমতা থামছে না।

“শিশু হত্যার সংবাদ পর্যালোচনা করে দেখা যাচ্ছে, গত ১৩ মাসে ৩২১ শিশু হত্যার শিকার হয়েছে। এ বছরের প্রথম মাসে নিহত হয়েছে ২৯ শিশু। এ হত্যা থামাতে সরকারকে কঠোর হতে হবে।”

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটুকিতে চার শিশু হত্যায় জড়িতদের দ্রুত বিচারের উদ্যোগ নেওয়ার দাবি জানান সংগঠনটির নেতারা।

মানববন্ধনে অন্যদের মধ্যে খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি এম নাসিরুল হক, মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, কবি আশিষ সেন, শিক্ষিকা সালমা জাহান মিলি, প্রকৌশলী রুপক চৌধুরী, প্রকৌশলী ইমতিয়াজ উদ্দিন ও খেলাঘর সংগঠক আসিফ ফরহাদ উপস্থিত ছিলেন।

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে