মুম্বাই, ০৯ ফেব্রুয়ারী- আবারও বলিউডে ‘গোলমাল’ বাঁধাবেন পরিচালক রোহিত শেঠি। না, কারো ক্ষতি করবে না এই গোলমাল। নির্মাতার ব্র্যান্ড সিনেমা ‘গোলমাল’য়ের সিক্যুয়েল ছবির কথা বলা হচ্ছে। জানা গেল, এবার সিরিজের চতুর্থ ছবির নাম ‘গোলমাল ৪’ নয়। নাম রাখা হয়েছে ‘সব গোলমাল হ্যায়’।
কথা ছিল ‘দিলওয়ালে’ ছবির পরে রোহিত শেঠি ‘রাম লক্ষণ’ ছবির রিমেকে হাত দেবেন। লক্ষনের চরিত্রটি প্রথমে করার কথা ছিল রণবীর সিংয়ের। কিন্তু রণবীর সেই প্রস্তাব ফিরিয়ে দিলে অফার যায় বরুণ ধাওয়ানের কাছে। তিনিও অসম্মতি জানান। ফলে সেই সিনেমা বানানো থেকেই আপাতত সরে এসেছেন নির্মাতা রোহিত।
শোনা গেছে, ছবিটি বানাতে ১৮ কোটি টাকা ধার নিয়েছেন রোহিত। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এবার ‘গোলমাল’ ছবির চতুর্থ সিক্যুয়েল শুরু করবেন তিনি। তবে অভিনেতা অভিনেত্রীদের তালিকায় কে কে থাকছেন, সেটি নির্মাতাসূত্র থেকে জানা যায় নি।