নয়াদিল্লি, ০৪ ফেব্রুয়ারী- এ যেন এক অন্য সানিয়া। টেনিস সেনসেশন সানিয়া মির্জা এবার বিউটিশিয়ানের ভূমিকায়। তার টাচ-আপে সেজে উঠছেন তরুণীরা। না পেশা নয়, এক ভক্তের চিকিৎসার জন্য বিউটিশিয়ানের কাজ করে ৫ লাখ ৮৫ টাকা রোজগার করলেন ভারতের এক নম্বর মহিলা টেনিস তারকা। আর বুঝিয়ে দিলেন খেলার জগতের বাইরেও চ্যাম্পিয়ন তিনি।
সম্প্রতি একটি টিভি রিয়েলিটি শোয়ে নিজের এক ভক্তের জন্য হাতে পাফ-ব্রাশ তুলে নেন সানিয়া মির্জা। সোনিয়া চৌধুরী নামে সানিয়ার সেই ভক্তের বাড়ি গাজিয়াবাদে। অ্যাসিড হামলায় পুড়ে গেছে তার গোটা মুখ।
বাড়ির কাছেই একটি বিউটি পার্লার চালিয়ে সংসার চালান তিনি। বিউটি ট্রিটমেন্ট করেন অ্যাসিড আক্রান্তদেরও। দীর্ঘ ১৫ বছর ধরে চলছে তার এই সংগ্রাম। টিভি শো-এর নিয়মে বলা ছিল, সানিয়াকে অংশগ্রহণকারী তরুণীদের মেক-আপ করে উপার্জন করতে হবে। তিনি যত টাকা পারিশ্রমিক হিসেবে আয় করবেন, তার ১০০ গুণ দেওয়া হবে সোনিয়া চৌধুরীকে।
এই শো-এ কঠোর পরিশ্রম করে ৫ হাজার ৮৫০ টাকা সংগ্রহ করেন সানিয়া। শো-এর নিয়ম অনুযায়ী সোনিয়ার চিকিৎসা ও জীবনধারণের জন্য সানিয়া অর্জিত টাকার ১০০ গুণ অর্থাৎ ৫ লাখ ৮৫ হাজার টাকা তুলে দেওয়া হয় সোনিয়া চৌধুরীর হাতে।
এখানেই শেষ নয়, টেনিস স্টারকে সোনিয়া কথায় কথায় বলেছিলেন, অন্যদের সাজিয়ে তোলার ক্ষেত্রে তার অনুপ্রেরণা প্রখ্যাত বিউটিশিয়ান শেহনাজ হুসেন। সোনিয়াকে সারপ্রাইজ দিয়ে একদিন শেহনাজের সঙ্গে সোনিয়ার সাক্ষাতের ব্যবস্থা করেন সানিয়া মির্জা। তিনি বলেন, গ্র্যান্ড স্ল্যাম জেতার মতোই এটাও যেন তার একটা বড় পাওনা।
সূত্র: ইন্ডিয়া টুডে ও এই সময়