টরন্টো, ৩ ফেব্রুয়ারি- দেশে বিদেশে'র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'আনন্দ-উৎসব'-এ কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ২৫জন কৃতী বাঙালিকে মর্যাদাপূর্ণ ডিবি (দেশে বিদেশে) অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। অন্যান্যদের মধ্যে রয়েছেন শিক্ষায় ড. অমিত চাকমা, বিজ্ঞানে ড. নুরুন্নবী, ইলেক্ট্রনিক্স মিডিয়ায় সৈয়দ সামাদুল হক, আহমেদ উস সামাদ চৌধুরি, প্রিন্ট মিডিয়ায় নবাব উদ্দিন, সাংবাদিকতায় সৈয়দ নাহাশ পাশা, ব্যবসায় ইকবাল রুশদ, জয়দেব সরকার, পেশায় কানন বড়ুয়া, সমাজ সেবায় মোহাম্মদ রফিক উদ্দিন চৌধুরি, উদ্যোক্তায় মাহবুবা খান, অনুপ্রেরণামূলক বক্তৃতায় সাবিরুল ইসলাম প্রমুখ। আগামী ২৮শে ফেব্রুয়ারি মেট্টো টরন্টো কনভেনশন হল-এ আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।