নয়াদিল্লি, ২১ জানুয়ারি- ২০০৯ সালে তিনজন বোকার দল মাতিয়ে দিয়েছিল পুরো সিনেমা জগত। ‘আল ইজ ওয়েল’ বলে সব সমস্যার সমাধান করা দলবল ফিরতে যাচ্ছে পর্দায়। কথা হচ্ছে বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়েটস’য়ের। জানা গেছে, শিগগিরই ছবিটির সিক্যুয়েল নিয়ে আসছেন পরিচালক রাজকুমার হিরানি।
মেধাবি এই পরিচালক জানিয়েছেন, ছবিটির সিক্যুয়েলে হাত দিতে যাচ্ছেন তিনি। তবে সেটি কবে থেকে শুরু হচ্ছে, তা খোলাসা করেন নি নির্মাতা। তার ভাষায়, ‘পিকে ২ বানাবার ইচ্ছা আছে। ছবির চিত্রনাট্যের কাজ চলছে। এরপরই থ্রি ইডিয়টস ২-এর কাজে হাত দেব’।
অন্য দিকে, সিক্যুয়েল যে হচ্ছেই, তার চূড়ান্ত খবরটা দিলেন অভিনেতা আর মাধবন। তিনি বলেন, ‘রাজকুমার হিরানির সঙ্গে এ বিষয়ে আমার একবার কথা হয়েছিল। চিত্রনাট্যকার অভিজাত জানিয়েছে সিক্যুয়েলের গল্পটা কেমন হবে তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। তবে ঠিক কবে থেকে ছবির কাজ শুরু হবে, সে বিষয়ে এখনও কিছু জানতে পারিনি’।