Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.9/5 (12 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০১-১৮-২০১৬

আগামী বছরের বিশ্ব ইজতেমা ১৩ জানুয়ারি

আবুল হোসেন


আগামী বছরের বিশ্ব ইজতেমা ১৩ জানুয়ারি

গাজীপুর, ১৮ জানুয়ারী- টঙ্গীর তুরাগতীরে আগামী বছরের ১৩ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমা।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরব্বি মো. গিয়াস উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “রোববার রাতে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বিরা বিশ্ব ইজতেমাস্থলে একটি বৈঠক করেন। এতে ২০১৭ সালের ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব এবং ২০, ২১ ও ২২ জানুয়ারি দ্বিতীয় পর্ব করার সিধান্ত নেওয়া হয়।”

ওই বছরও দুই পর্বে দেশের ৩২ জেলার মুসল্লি (জামাতবদ্ধ তাবলিগ সদস্যরা) বিশ্ব ইজতেমায় অংশ নেবেন বলে জানান গিয়াস উদ্দিন।

২০১৭ সালে বিশ্ব ইজতেমার জেলাগুলো হলো:

কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল ও বরগুনা।

ইজতেমায় প্রতি বছর লাখ লাখ মুসল্লির সমাগম হয়। আখেরি মোনাজাতের দিন এ সংখ্যা দ্বিগুণ হয়, যা টঙ্গির তুরাগতীরের ১৬০ একরের ইজতেমা ময়দানের ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি।

১৯৬৭ সাল থেকে নিয়মিত ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। চাপ কমাতে ২০১১ সাল থেকে দুই পর্বে ইজতেমা আয়োজন করা হচ্ছে।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে