ঢাকা, ০৯ জানুয়ারি- আগেই ঘোষণা দেয়া ছিল, চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে বিভিন্ন দেশের প্রভাবশালী ফিল্ম ফেস্টিভালে প্রদর্শন ও প্রতিযোগিতা বিভাগে দাপট দেখানো বহুল আলোচিত রুবাইয়াৎ হোসেনের ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’। কিন্তু সিনেমা হলেও রিলিজের আগে বাংলাদেশে প্রথমবারের মত প্রদর্শিত হতে যাচ্ছে ‘মেহেরজান’ খ্যাত নির্মাতা রুবাইয়াতের ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’। এবং তা শুধুই দেখতে পারবে বাংলাদেশের নারীরা!
জানা গেছে, আসছে আঠারো জানুয়ারি ‘খনা টকিস’-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণগ্রন্থাগারে বিকাল সাড়ে পাঁচটায় প্রদর্শিত হবে গার্মেন্টস শ্রমিক নারীদের নিয়ে নির্মিত রুবাইয়াৎ হোসেনের আলোচিত ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’। তবে বিশেষ ব্যবস্থায় ছবিটির প্রদর্শনীটি শুধুমাত্র নারী দর্শকরা উপভোগ করতে পারবেন। শুধুমাত্র প্রদর্শনীটি তারা দেখতে পারবেন বিনা পয়সায়। ছবিটি বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ফিল্ম ফেস্টিভালে প্রদর্শন হলেও বাংলাদেশে এবারই প্রথম প্রদর্শনী।
কিন্তু বাংলাদেশে ছবিটির প্রদর্শনীটি কেন শুধু নারীদের জন্য এমন প্রশ্নের উত্তরে উদ্যোগী প্রতিষ্ঠান ‘খনা টকিস’-এর আয়োজকদের একজন সুজন মাহমুদ জানান, বাংলাদেশের একজন নারীর আত্মকাহিনীই আসলে পুরো ছবিতে উঠে এসেছেতো, তাই আমরা চেষ্টা করছি ছবিটি বাংলাদেশে নারীরাই আগে দেখুক। আর তাছাড়াতো ২২ জানুয়ারি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, শ্যামলী এবং বলাকা সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ‘আন্ডার কনস্ট্রাকশন’। আর ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের উদ্বোধনী দিন, মানে ১৪ জানুয়ারি জাতীয় যাদুঘরে ছবিটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এই সময়ের টাটকা ঢাকা শহরের প্রেক্ষাপটে রয়া নামের মধ্যবিত্ত এক নারীর আত্মানুসন্ধানের গল্প ‘আন্ডার কনস্ট্রাকশন’। ছবিতে আরেক গুরুত্বপূর্ণ চরিত্র গার্মেন্টসকর্মী ময়না। তার সঙ্গে ‘রয়া’র জীবনের তুলনার মধ্য দিয়ে নগরজীবনে নারীর সংগ্রামের বাস্তব চিত্র উঠে আসে ‘আন্ডার কনস্ট্রাকশন’। ছবিতে অভিনয় রিয়া চরিত্রে শাহানা গোস্বামী এবং ময়না চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিতা শিমু। এছাড়াও ছবিতে আছেন ভারতীয় অভিনেতা রাহুল বোস এবং মিতা রহমান।