Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.8/5 (80 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-১৮-২০১৫

পর্তুগালে ঈদুল ফিতর উদযাপন

মোহাম্মেদ নুরুল্লাহ


পর্তুগালে ঈদুল ফিতর উদযাপন

লিসবন, ১৮ জুলাই- যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় পর্তুগালে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার (১৭ জুলাই) ইদুল ফিতরের নামাজ আদায়ের মাধ্যমে এ উৎসব উদযাপন শুরু হয়েছে।

শুক্রবার দেশটির রাজধানী লিসবনে বাংলাদেশি অধ্যুষিত মার্তিম মনিজ পার্কে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রায় চার হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন।

এ জামাতে অংশ নেন লিসবনে বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল মোহাম্মেদ খালেদ, দূতাবাসের সহকারী কনসাল জেনারেল নুরুদ্দিনসহ দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির সদস্যরা।

এরপর লিসবনের বায়তুল মোকাররম মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আবু সায়েদ। এ ঈদ জামাতে অংশ নেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, সাধারণ সম্পাদক  শওকত  ওসমান, সহ-সভাপতি এম এ খালেক, পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ তালুকদার প্রমুখ।

এতে আরও অংশ নেন বাংলাদেশ কম্যুনিটির কার্যকরী কমিটির সদস্য তাহের আহমেদ, এমদাদ মিঞা, বায়তুল মোকাররম মসজিদের সভাপতি রানা তসলিম উদ্দিন প্রমুখ।

ঈদের নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এরপর মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে