Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৩-১৩-২০১৮

গাজায় ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর গাড়িবহরে বোমা হামলা

গাজায় ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর গাড়িবহরে বোমা হামলা

গাজা, ১৩ মার্চ- গাজা উপত্যকায় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর গাড়িবহরে বোমা হামলা হয়েছে। তবে তিনি অক্ষত আছেন।

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ ও গোয়েন্দা প্রধান মাজিদ ফারাজের গাড়িবহর গাজার বেইত হানুন চেক পয়েন্ট পার হওয়ার পরপরই বোমার বিস্ফোরণ ঘটে। এতে তাদের কোনো ক্ষতি হয়নি।

তবে সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, তারা বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করেছে।

এদিকে, ফিলিস্তিনের ফাতাহ আজকের হামলার নিন্দা জানিয়ে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে দায়ী করেছে।

আরও পড়ুন:

তবে হামাস বলেছে, ফিলিস্তিনিদের ঐক্য বিনষ্ট করতে শত্রুরা এই হামলা চালিয়ে থাকতে পারে। একইসঙ্গে শত্রুরা গাজার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করতে চায়।

হামলার পর গাজার একটি পানি শোধন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী হামদাল্লাহ। ২০১৭ সালে কায়রোতে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের মধ্যে ঐক্য চুক্তি সইয়ের পর এ নিয়ে তিনি দ্বিতীয়বার গাজা উপত্যকা সফর করলেন।

সূত্র: পার্সটুডে

আর/১০:১৪/১৩ মার্চ

মধ্যপ্রাচ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে