Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.2/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ১০-১২-২০১৭

ফিলিস্তিনের হামাস ও ফাতাহ সমঝোতা চুক্তি করল 

ফিলিস্তিনের হামাস ও ফাতাহ সমঝোতা চুক্তি করল 

জেরুজালেম, ১২ অক্টোবর- ফিলিস্তিনের দুই রাজনৈতিক দল হামাস ও ফাতাহ সমঝোতা চুক্তিতে সই করেছে। এর ফলে এক দশক ধরে চলে আসা দল দুটির বিভক্তির অবসান হলো।

বিবিসি জানিয়েছে, হামাস নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াহ আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

ইসমাইল হানিয়াহ এর চেয়ে বেশি কোনো তথ্য জানাননি। তিনি বলেন, ‘মিসরের মধ্যস্থতায় ফাতাহ ও হামাস ঐকমত্যে পৌঁছেছে।’

কায়রোতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ইসমাইল হানিয়াহ।

দেশটির গাজা এলাকার নিরাপত্তা, প্রশাসন ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে ওই চুক্তি হয়েছে বলে মনে করা হচ্ছে।

দেশটির গাজা এলাকা ২০০৭ সাল থেকে হামাসের নিয়ন্ত্রণে। মিসরের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজার প্রশাসনিক দায়িত্ব ফাতাহ সমর্থিত সরকারের কাছে দিয়ে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে হামাস। আগামী ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়িত হওয়ার কথা।

এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, দুই দলের বিরোধ নিরসনে এটা ‘চূড়ান্ত চুক্তি’। তিনি এএফপিকে বলেছেন, ‘আমি চুক্তিকে স্বাগত জানাই। আমি ফাতাহ চুক্তির প্রতিবেদনটি পেয়েছি, চূড়ান্ত চুক্তি দ্বন্দ্বের অবসান ঘটাবে।’

তথ্যসূত্র: এনটিভি 
এআর/২০:১০/১২ অক্টোবর

মধ্যপ্রাচ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে