Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.4/5 (8 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৯-১১-২০১৭

নিজস্ব মুদ্রায় চলত ধর্ষকগুরুর ডেরার বেচাকেনা!

নিজস্ব মুদ্রায় চলত ধর্ষকগুরুর ডেরার বেচাকেনা!

চন্ডিগড়, ১০ সেপ্টেম্বর- জোড়া ধর্ষণকাণ্ডে কারাদণ্ড পাওয়া ভারতের ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের ডেরায় ভারতীয় নোটের পরিবর্তে প্রচলিত ছিল নিজস্ব মুদ্রাব্যবস্থা।

শনিবার ডেরায় পুলিশি অভিযানে এই নকল মুদ্রা উদ্ধার হয়।

পুলিশ জানায়, দেখতে অবিকল খেলনার মতো। কিন্তু প্লাস্টিকের এই খেলনা কয়েনেই ডেরার অভ্যন্তরে চলত সব ধরনের লেনদেন। এই কয়েন ছিল ডেরাপ্রধানের একান্ত নিজস্ব, সমান্তরাল এক মুদ্রাব্যবস্থা।

পুলিশ জানিয়েছে, ১ টাকার কয়েনের রং নীল, ১০ টাকা কয়েন কমলা। দুটিতেই খোদাই করে লেখা ছিল- ‘ধন ধন সতগুরু তেরা হি আসারা, ডেরা সচ্চা সৌদা সিরসা।’

এর আগে পুলিশি তল্লাশিতে উঠে এসেছে ডেরা অভ্যন্তরের আসল চিত্র। সেখানে ‘নকল’ আইফেল টাওয়ার থেকে শুরু করে তাজমহল, ডিজনিল্যান্ড, ঝাঁ চকচকে সাততারা হোটেল, মাল্টিপ্লেক্স, কৃষিজমিসহ ছিল বিলাসবহুল জীবনযাপনের সব উপকরণ।

এদিকে গুরমিতের ভক্তরা জানিয়েছেন, আশ্রমের ভেতরের দোকানপাটে বৈধ নোট দিয়ে কেনাবেচা করতে গেলেও ফেরত পয়সা হিসেবে দেয়া হতো প্লাস্টিকের ওই কয়েন।

আর/০৭:১৪/১১ সেপ্টেম্বর

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে